১. সাধারণ: ক্রিয়েটিভ প্রফেশনাল ডেভেলেপমেন্ট এসোসিয়েট (সিপিডিএ) একটি শিক্ষা ও প্রশিক্ষন প্রদানকারী প্রতিষ্ঠান। দেশ বিদেশের দক্ষ ও যোগ্যতা সম্পন্ন বিখ্যাত ব্যক্তিবর্গের মাধ্যমে পরিচালিত প্রশিক্ষণ সমুহে সরকারী-বেসরকারী চাকুরীজীবি, ব্যবসায়ী, যেকোন স্নাতক ডিগ্রীধারী (ন্যূনতম) বা স্নাতক ডিগ্রীতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীগন অংশ গ্রহন করতে পারবেন।

২. শিরোনাম : কর্মজীবনে নিজেকে প্রতিষ্ঠিত করতে বা সমাজে নিজেকে পরিচিত করতে সিপিডিএ কর্তৃক প্রতিষ্ঠিত এ প্লাটফর্মে, নিজেদের স্ব স্ব কাজের পাশাপাশি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সম্পূর্ন অরাজনৈতিক কার্যকলাপ সম্পাদনের জন্য সিপিডিএ ৩ (তিন) ধরনের এম্বাসেডর নির্বাচন করছে। এই প্লাটফর্মের মাধ্যমে বিশাল এক নেটওয়ার্ক তৈরীর পাশাপাশি নিজেদের পারস্পরিক সৌহার্দ ও সম্প্রীতির বন্ধন তৈরী হবে।
ক. ব্র্র্যান্ড এম্বাসেডর: সিনিয়র প্রফেশনালদের জন্য ।
খ. ইয়থ এম্বাসেডর: নতুন প্রফেশনালদের জন্য (শিক্ষা জীবন সম্পন্ন করেছে যারা)
গ. ক্যাম্পাস এম্বাসেডর: ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের জন্য ।

৩. গুনাবলী: সকল এম্বাসেডরদের মধ্যে পারস্পরিক সৌহার্দ ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে প্রফেশনালিজম এর উন্নয়ন করতে হবে। ইতিবাচক মনোভাব নিয়ে সিপিডিএ এর কার্যক্রমের সাথে সংযুক্ত থাকতে হবে। কোন প্রকার অসাম্প্রদায়িক ও উস্কানিমুলক কথাবার্তা, সমাজ বিরোধি কার্যকলাপ, যৌন হয়রানি মুলক আচরন পরিহার করতে হবে। সিপিডিএ একটা শিক্ষা সংশ্লিষ্ট মডেল পরিবার হিসেবে ফেইজবুক, লিংকডইন সহ সকল সামাজিক মাধ্যমে নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে উপস্থাপন করতে হবে। প্রোফাইলে প্রাণীর ছবি, অন্য মানুষের ছবি, অপ্রয়োজনীয় বা দৃষ্টিকটু ছবি দেয়া যাবেনা। সিপিডিএর আভ্যন্তরীন তথ্যাদি অন্য কোথাও শেয়ার করা যাবেনা (তথ্য পাচার আইনত দন্ডনীয়)। প্রতিষ্ঠানের স্বার্থবিরোধি কোন কার্যকলাপ করা যাবেনা। গ্রæপে অন্য প্রতিষ্ঠানের কার্যক্রমের প্রচারনা চালানো যাবেনা বা অন্য প্রতিষ্ঠান বা গ্রপে সংযুক্ত করার জন্য উদ্বুদ্ধ করা যাবেনা। অন্য প্রতিষ্ঠান সম্পর্কে নেতিবাচক মনোভাব প্রকাশ করা যাবে না।

৪. কার্যাবলী: সকল ক্যাটেগরীর সম্মানিত এম্বাসেডরদের কার্যাবলী সমুহ আলাদা ভাবে সুনির্দিস্ট করা হয়েছে ।

৫. সুবিধাবলীা: যেহেতু এম্বাসেডরদের কার্যাবলী সমুহ স্বেচ্ছাসেবক মুলক, তাই মাসিক কোন আর্থিক সুবিধা প্রাপ্তির সুযোগ নেই।
১. দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধার, উচ্চ পদস্থ সরকারী বেসরকারী কর্মকর্তাদের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ তৈরী করা।
২. ব্র্যান্ড এম্বাসেডরগন তাদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী ফ্যাসিলিটিটের কিংবা কনসালটেন্ট হওয়ার সুযোগ। এক্ষেত্রে প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী অর্থিক সুবিধা বা ভাতা প্রদান করা হবে।
৪. ব্র্যান্ড এম্বাসেডর ও সিনিয়র কর্পোরেট প্রফেশনালদের সংস্পর্শে আসার সুযোগ সৃষ্টি করা।
৫, বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী প্রাপ্তির একটা নেটওয়ার্ক তৈরী করা।
৬. বিভিন্ন ইভেন্ট এ অংশগ্রহন করে নিজের দক্ষতা বাড়ানো। বিনিময়ে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রাপ্তি।
৭. সিপিডিএ কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রশিক্ষণ ও কোর্সে ফ্রি (প্রযোজ্য ক্ষেত্রে) কিংবা সর্বোচ্চ ডিসকাউন্ট মূল্যে অংশগ্রহন।
৮. এই প্লাটফর্মে ইয়থ ও ক্যাম্পাস এম্বাসেডরগন তাদের নিজস্ব প্রতিভা বিকাশের এক বিশাল জগত তৈরী করে নিতে পারবেন। সর্বোপরি সমাজে ও কর্মক্ষেত্রে লিডারশীপ তৈরী করা।
৯. সিপিডিএ বা অন্য প্রতিষ্ঠানে (প্রযোজ্য ক্ষেত্রে) পার্ট টাইম কাজের সুযোগ ও মার্কেট প্রমোশনের কাজে সম্পৃক্তদের আর্থিক সুবিধা প্রাপ্তির সুযোগ।